• হোম > প্রবাস জিবন | বাংলাদেশ | বিশেষ নিউজ > জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন

  • রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০৪
  • ৪৮১

ছবি : সংগৃহীত।

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এতে আগুন দিয়েছে ফায়ার সার্ভিস তা নিশ্চিত হতে পারেনি।

তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া গণমাধ্যমে বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132333 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:38:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group