• হোম > খেলা | বিশেষ নিউজ > ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল জিতবে কোন দল?

ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল জিতবে কোন দল?

  • রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৭
  • ৪২৯

ছবি : সংগৃহীত।

ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আর ৪ ঘণ্টাও বাকি নেই। এক দিকে দেশের মাটিতে দ্বিতীয় বার ট্রফি জেতার স্বপ্ন দেখছে ভারত, অন্য দিকে অস্ট্রেলিয়ার সুযোগ ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। এই পরিস্থিতিতে কোন দল বিশ্বকাপ জিতবে তা ম্যাচের আগেই জানা গেল।

ভারত ও অস্ট্রেলিয়া দু’দেশের ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ করে জ্যোতিষীরা জানিয়েছেন, ভারতের জেতার সুযোগ বেশি। তার কারণ, ভারতীয় ক্রিকেটারদের গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেক শক্তিশালী। ভারতকে সব থেকে বেশি সুবিধা করে দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেকটা ২০১১ সালের বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির মতো। ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি তোলার সুযোগ তাঁর অনেক বেশি।

শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার শুক্র, ইউরেনাস ও নেপচুনের অবস্থান খুব ভাল। শুধু ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারদের মঙ্গলের অবস্থানে একটু সমস্যা আছে। ফলে ক্রিকেটারদের ফিটনেসের দিকে নজর রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস রাখলে হবে না।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সেরও গ্রহ-নক্ষত্রের অবস্থান শক্তিশালী। কিন্তু তা রোহিতের থেকে কম। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যাডাম জ়াম্পা, মিচেল স্টার্ক ও মার্নাশ লাবুশেন ভারতকে সমস্যায় ফেলতে পারেন। ম্যাচে কোনও কোনও পরিস্থিতিতে ভারত চাপে পড়তে পারে। কিন্তু সব পরিস্থিতি থেকে তাদের টেনে তুলবেন রোহিত। ভারত অধিনায়কের ভাগ্যই দলকে জেতাবে বলে মনে করছেন জ্যোতিষীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132335 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:30:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group