• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজধানীর সিদ্দিকবাজারে ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন

রাজধানীর সিদ্দিকবাজারে ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন

  • রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৭
  • ৩৪৮

সিদ্দিকবাজারে ককটেল বিস্ফোরণে সিএনজিতে লাগা আগুন নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত।

রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ওয়ানস্টার হোটেলের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোবারর সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে।

এর আগে গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বস্তরের জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও সফল করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের হারানো সব অধিকার পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল। এদিকে হরতালকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনসহ মোট ৭টি পরিবহনে আগুনের ঘটনা ঘটেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132337 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 11:05:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group