• হোম > ক্রিকেট | খেলা > কাপযুদ্ধে কি থাবা বসাতে পারে বৃষ্টি! কী বলছে আবহাওয়া অফিস?

কাপযুদ্ধে কি থাবা বসাতে পারে বৃষ্টি! কী বলছে আবহাওয়া অফিস?

  • রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, ১১:০৯
  • ৪৫৩

ছবি : সংগৃহীত।

১২ বছর পর ভুবনজয়ী হওয়ার লক্ষ্যে নামছে ভারত। আর একটা ধাপ পেরলেই বিশ্বসেরার খেতাব উঠবে রোহিত ব্রিগেডের মাথায়। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে হারের বদলা নিক ভারত, সেই প্রার্থনায় মগ্ন গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। টানটান উত্তেজনার ম্যাচের আগে ফুটছে ভারত-অস্ট্রেলিয়া দুই শিবিরই। কিন্তু কাপযুদ্ধে কি থাবা বসাতে পারে বৃষ্টি? আবহাওয়ার খামখেয়ালিপনা কি বাদ সাধবে ক্রিকেটের উত্তেজনায়?

২০০৩ সালের বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের স্মৃতি এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। সেবারও ফাইনালে বৃষ্টি হয়েছিল। ভারত ব্যাট করার সময়ে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখা হয়। ওইদিন আদৌ খেলা চালিয়ে যাওয়া যাবে কিনা, সেই নিয়ে সংশয়ও দেখা দিয়েছিল। তবে মিনিট পনেরোর মধ্যেই খেলা শুরু হয়। অজিদের হাতে দুরমুশ হয় ভারত। দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্ন চুরমার হয়ে যায়।

২০ বছর পর বদলার ম্যাচেও কি বিশ্বজয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টি? তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সেরকম কোনও ইঙ্গিত নেই। রবিবার আহমেদাবাদের (Ahmedabad) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে ৫৮ শতাংশ আর্দ্রতা থাকতে পারে। রাতের দিকে আহমেদাবাদে শিশির পড়ার সম্ভাবনাও প্রবল। যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টি হবে না বলেই আবহাওয়ার পূর্বাভাস।

রবিবার যদি বৃষ্টি হয়, তাহলে রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে আইসিসি। সোমবার ফের খেলা শুরু হবে। রবিবার মাঝপথে খেলা থেমে গেলে পরের দিন ওই সময় থেকেই আবার খেলা শুরু হবে। যদিও ক্রিকেটপ্রেমীদের আশা, রোদ ঝলমলে আবহাওয়াতেই শুরু হবে ম্যাচ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132339 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 05:56:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group