• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > গাজীপুরে ট্রাকে পেট্রোল ছুড়ে অগ্নিসংযোগ

গাজীপুরে ট্রাকে পেট্রোল ছুড়ে অগ্নিসংযোগ

  • সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ১১:১৩
  • ৪১৪

ছবি : সংগৃহীত।

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের পূবাইলে ট্রাকে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত রোববার রাত সাড়ে ১১টায় মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে ভাণ্ডারি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

স্থানীয় বাসিন্দা সানোয়ার হোসেন জানান, রোববার রাতে ওই সড়ক ধরে আনোয়ার সিমেন্ট কোম্পানির একটি খালি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এ সময় ৮/১০ জন দুর্বৃত্ত যানটি লক্ষ্য করে পেট্রোল ছুড়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির চালক আগুন নেভান।

ওসি কামরুজ্জামান বলেন, ধীরগতিতে চলার পথে দুষ্কৃতিকারীরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132385 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:56:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group