• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় পাটাতন ভাঙ্গা সেতু দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে

গাইবান্ধায় পাটাতন ভাঙ্গা সেতু দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে

  • মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩
  • ৬৪৩

পাটাতন ভাঙ্গা সেতু

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২টি সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।

ফুলছড়ি উপজেলা সদর হতে বোয়ালী হয়ে গাইবান্ধা সদর উপজেলা যাওয়ার পথে সীমান্ত মোড় এলাকার বুড়াইল খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ার প্রায় ২ বছর হয়েছে। এছাড়াও উপজেলার উদাখালী ইউনিয়নের কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে গেছে প্রায় ৪ বছর আগে।

সেতুর পাটাতনের ভাঙ্গা অংশে কাঠের টুকরো বসিয়ে কোন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা, ব্যাটারি চালিত ইজিবাইক, মোটর সাইকেলসহ পথচারীগণ। প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। পাটাতন ভাঙ্গার ভারী যানবাহন চলাচল করতে পাচ্ছে না। ফলে ব্যবসায়ীগণ মালামাল পরিবহন করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এলাকাবাসী বলেন, কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তার উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ার প্রায় ৪ বছর হয়েছে। এক রাজনৈতিক নেতার সহযোগিতায় ভাঙ্গা অংশে কাঠের পাটাতন দিয়ে সাময়িক ভাবে হালকা যান চলাচলের উপযোগী করেছে। এভাবে ৪ বছর অতিবাহিত হলেও সেতুটি মেরামত বা নির্মাণের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হারুনা অর রশিদ নামে এক ব্যক্তি বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়াত করছে। ভাঙ্গা সেতুটি মেরামত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করা হলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অপরদিকে বুড়াইল খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ার ২ বছর হলেও সেতুটি মেরামত বা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু বলেন, ভাঙ্গা সেতু দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে।

ফুলছড়ি উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তার উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত মোড় এলাকার বুড়াইল খালের উপর সেতুটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুনর্নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত সেতু দু’টি দিয়ে জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আপাতত অস্থায়ী ভাবে মেরামতের ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেতু দু’টি পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132399 ,   Print Date & Time: Tuesday, 13 January 2026, 11:12:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group