• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলের এসপি মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

নড়াইলের এসপি মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

  • মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১১:২১
  • ৩৭৭

---

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়ালে হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। জানা গেছে নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) আলী হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসে দশটি হারানো মোবাইল উদ্ধার করা হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২০নভেম্বর) সকাল ১১টায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের দশটি স্মার্ট ফোন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ), নড়াইল এবং তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইলসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132415 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 05:11:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group