• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩জন গ্রেফতার

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩জন গ্রেফতার

  • মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১৬:৩২
  • ৬২০

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাগজপুকুর গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে মো. রুস্তম মোল্লা (৪৫), নারায়নপুর গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম (২৫), ভবারবেড় গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন রাব্বি (২০), একই গ্রামের আবুল কালামের ছেলে মো. বিপ্লব হোসেন, কাগমারী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মো. মাসুদ রানা (২২), সাদিপুর বাগদাপাড়া গ্রামের মৃত সলেমান মোড়লের ছেলে মো. লিটন হোসেন (৩২), নাভারণ এলাকার মৃত আব্দুল রবের ছেলে মো. কবির হোসেন (৩২), ভবারবেড় গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৫০), বড় আঁচড়া গ্রামের কিসমত আলী মোড়লের ছেলে মো. রিপন মোড়ল (৩২), বড় আঁচড়া গ্রামের মৃত খোকা সরদারের ছেলে মো. শরীফ সরদার (২৯), সাদিপুর গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে মো. শাহারুল ইসলাম (৩৫), পোড়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মো. রাশেদ আলী (৪২) ও সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের ছব্বত আলীর ছেলে মো. মাহবুব রহমান (২০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132430 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:53:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group