• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বর্বর হামলার প্রতিবাদ ও অগ্নিসন্ত্রাসে নিহতদের স্বরণে ঠাকুরগাঁও সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বালন

বর্বর হামলার প্রতিবাদ ও অগ্নিসন্ত্রাসে নিহতদের স্বরণে ঠাকুরগাঁও সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বালন

  • বুধবার, ২২ নভেম্বর ২০২৩, ১৪:২০
  • ৪৫৫

---

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনির গাজায় ইসরায়লের বর্বর হামলা, বাংলাদেশের রাজনীতির নামে অগ্নিসন্ত্রাসের নিন্দা ও অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২১নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনির সভাপতিত্বে ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, নিশ্চন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, নূরে আলম উজ্জ্বল, শাপলা নাট্য গোষ্ঠীর সদস্য শান্তি হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে গাজায় নির্মম হামলা বন্ধ ও সেই সাথে বাংলাদেশে সম্প্রতি অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় রুদ্র নৃত্রালয়, আবৃত্তি সন্মন্বয় পরিষদ, তারুণ্য একাডেমি, বটমূল সাংস্কৃতিক একাডেমি, গণসংগীত মঞ্চ , কুশ শিশু নিকেতন, কর্নেট সাংস্কৃতিক গোষ্ঠী, সপ্তধ্বনী সংগীত বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132459 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:21:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group