• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে ইমাম-মোয়াজ্জেমদের সাথে পৌরমেয়রের মতবিনিময়

রাণীশংকৈলে ইমাম-মোয়াজ্জেমদের সাথে পৌরমেয়রের মতবিনিময়

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৭
  • ৪১২

---

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ইমাম ও মোয়াজ্জেমদের সাথে পৌরমেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে শনিবার ২৪ নভেম্বর সকাল সকাল ১০ টায় পৌরশহরের শহরের শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা ইমাম-মোয়াজ্জেম কল্যাণ পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ-হীল বাকী’র সভাপতিত্বে, মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ও ইমাম-মোয়াজ্জেম কল্যাণ পরিষদের উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম - মুয়াজ্জিম কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মাসউদ আলম।
আরো বক্তব্য রাখেন, মুয়াজ্জিম কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ এম মাজেদুল ইসলাম, ইমাম জিয়াউর রহমান জিয়া, ইমাম
বেলাল হোসেন, ইমাম আফছার আলী, ইমাম রমিজউদ্দীন, ইমাম হারুন অর রশিদ, ইমাম আব্দুল হাকিম, ইসলামিক ব্যক্তিত্ব হাফিজুর রহমান বাটুল, ইমাম শরিফুল, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। এছাড়াও পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মতি, কাউন্সিলর ইসাহাক আলী ও শরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132556 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:55:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group