• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > দিনাজপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দিনাজপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৭:১৫
  • ১১৯৫

গাঁজাসহ আটক

দিনাজপুর প্রতিনিধি :

মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জে গাজাঁসহ সুজন চন্দ্র রায় নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার সুজাপুর ইউনিয়নের কুমরপুর গ্রামে ওই মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক সুজন চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার সুজাপুর ইউনিয়নের কুমরপুর গ্রামের মৃত যতিন্দ্রনাথ রায়ের ছেলে।

ডিএনসি জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বীরগঞ্জের সুজাপুর ইউপির কুমরপুর গ্রামের সুজন চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি টিম। এসময় বাড়ির ভেতরে ট্রাঙ্কের ভেতরে থেকে কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারি সুজন চন্দ্র রায়কে আটক করেন তারা। তবে এ ঘটনায় ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সহযোগী মাজেদুল ইসলাম।
এ ঘটনায় আটক ও পলাতক মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132558 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 06:28:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group