• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে চোরাই ভ্যানসহ গ্রেফতার ৩

নড়াইলে সদর থানা পুলিশের অভিযানে চোরাই ভ্যানসহ গ্রেফতার ৩

  • রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ১৩:৫৯
  • ৪৮২

চোরাই ভ্যানসহ গ্রেফতার তিন সদস্য

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে চোরাই ভ্যানসহ তিন চোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, ইজিভ্যান চোর চক্রের তিন সদস্য হলো মোঃ নুরুন্নবী শেখ (৩২), মোঃ হুসাইন মোল্লা (১৯) ও মোঃ আনোয়ার মোল্লার কাছ থেকে আটককৃতদের হেফাজত হতে চোরাই ইজি ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নূরনবী শেখ নড়াইল সদর থানাধীন কোমখালী পূর্বপাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে। মোঃ হোসেন মোল্লা একই গ্রামের মোঃ জিয়া মোল্লার ছেলে। মোঃ আনোয়ার মোল্লা কোমখালী চরপাড়া গ্রামের মোঃ আহাদ মোল্লার ছেলে।

ওসি জানান, (১১-৯) তারিখে বেলা অনুমান ১১টার সময় জনৈক ভ্যানচালক ভ্যান নিয়ে মাইজপাড়া বাজারে অবস্থানকালে একজন ভ্যানচোর তাড়াশী গ্রাম থেকে কাঠ আনার কথা বলে ১০০ টাকায় ভ্যান ভাড়া করে। ভ্যানচোর ভ্যান চালককে নিয়ে প্রথমে তাড়াশী গ্রাম, তারপর মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রাম, নড়াইল পৌরসভাধীন বরাশুলা গ্রাম, তুলারামপুর বাজার এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ভুল বুঝিয়ে কৌশলে ভ্যান চুরি করে চম্পট দেয়। পরবর্তীতে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা রুজু হয়।

এরই পরিপ্রেক্ষিতে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ভোররাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সদর থানার ওসি আরো জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132588 ,   Print Date & Time: Sunday, 18 January 2026, 03:31:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group