• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > বাতিঘর ফাউন্ডেশনে’র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ

বাতিঘর ফাউন্ডেশনে’র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ

  • রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ১৫:৪৫
  • ১৭২৭

বাতিঘর ফাউন্ডেশনে’র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ভালুকায় সামাজিক উন্নয়ন বাতিঘর ফাউন্ডেশনের উদ্যাগে সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

২৪ নভেম্বর শুক্রবার দুপুরে অক্সফোর্ড ইন্ট্যারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গন চত্ত্বরে পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। উক্ত খাবার বিতরণ পরবর্তী অনুষ্ঠানে ভালুকা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার, তালুকদার মটরসের পরিচালক সায়ন তালুকদার সভায় বক্তাগণ বলেন, প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে জনগনের সুযোগ-সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মৌলিক চাহিদার মান উন্নয়নের মতো বহুমুখী কর্মসূচী গ্রহন করবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রাসঙ্গিক সেবা প্রদান করছে।

এরই ধারাবারিকতায় ভালুকা পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থানরত সুবিধা-বঞ্চিত পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

বক্তাগণ আরো বলেন যে, পথ শিশুরা আজ অসহায় ও অবহেলিত। তারা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। দারিদ্রজনিত কারণে তারা পারিবারিক মায়া-মমতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা একটু খাবারের জন্য বাসা-বাড়ি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারে-দ্বারে দিন-রাত ঘোরছে। খাবার খোঁজতে গিয়ে কেউ কেউ বিশেষ করে মেয়ে শিশুরা নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকারও হচ্ছে। এই শিশুরা আমাদেরই সন্তান। এদের উন্নয়নের জন্য বাতিঘর ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসা উচিত।

বাতিঘর ফাউন্ডেশনের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, নাজমুন নাহার নিপু, ওমর ফারুক সুমন, সাজ্জাদুল আলম খান, নাঈম মোস্তাক, লিজা আক্তার, সজিব খান, সিজন, সোহাগ ঢালী, আইরিন খানম, নুসরাত, ফারিহা, রিপা, জাহানারা, হাবিবুর রহমান, শাহিনুর রহমান হিমেল, রাকিব, হুমায়ন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132594 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:54:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group