• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > প্রার্থীদের কাছে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন ওবায়দুল কাদের

প্রার্থীদের কাছে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন ওবায়দুল কাদের

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১২:৩৪
  • ৫২৬

প্রার্থীদের কাছে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব চিঠি বিতরণ শুরু করেন তিনি।

দলীয় সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চিঠি সংগ্রহ করতে এরই মধ্যে ধানমন্ডিতে জড়ো হতে শুরু করেছেন মনোনীত প্রার্থী ও তাদের সমর্থকরা৷

নানা যাচাই-বাছাইয়ের পর রোববার (২৬ নভেম্বর) বিকেলে দুই আসন বাকি রেখে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ৷

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132629 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:10:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group