• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁও-৩ (রাণীঃ-পীরঃ) আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা

ঠাকুরগাঁও-৩ (রাণীঃ-পীরঃ) আসনে ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১৫:১৬
  • ৪৯০

মো. ইমদাদুল হক

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসনে দীর্ঘ ২২ বছরেও কোনো আওয়ামী লীগ নেতাকে নৌকার টিকিট দিয়ে নির্বাচনে পাঠায়নি দলটি।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হককে নৌকার টিকিট দেয়া হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ঘোষিত ২৯৮ আসনের মনোনীত প্রার্থীর তালিকায় ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী হিসেবে এই সাবেক এমপির নাম এসেছে। দীর্ঘদিন পর মনোনীত নৌকা মার্কার প্রার্থী পাওয়ায় পীরগঞ্জ পৌরশহরে এদিন রাতে নেতাকর্মীরা সকলের মাঝে মিষ্টি বিতরণ করে একটি আনন্দ মিছিল বের করেন। এ আসনে দুই উপজেলায় দুটি পৌরসভা ও ১৬ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। প্রসঙ্গত- আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে সারাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132640 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 09:59:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group