• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১৭:০৫
  • ৬১৪

ফাইল ছবি।

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে। বহিষ্কাররা হলেন ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

রোববার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়।

একই সঙ্গে মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার( ২৭ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ওই দুই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।তবে বিস্তারিত কোন ঘটনা তিনি বলেননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132653 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 12:34:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group