• হোম > ক্রিকেট | খেলা > টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৩১
  • ৩২১

ছবি : সংগৃহীত।

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে পুনরায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার যাত্রা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করে দেখানোর। সেই লক্ষ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি স্পোর্টস সরাসরি ম্যাচটি দেখাবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রেই টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। এদিকে ঘরের মাঠে ম্যাচ হলেও আগেই বড়সড় ধাক্কা খেয়ে আছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব, তাসকিন ও এবাদতের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে নামতে হবে নাজমুল হোসেন শান্তকে।

কিউইদের বিপক্ষে বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে তিন স্পিনার ও এক পেসার নিয়ে। টাইগাররা তাদের শক্তি বাড়িয়েছে ব্যাটিংয়ে। সেই লক্ষ্যে বাংলাদেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।

বাংলাদেশ স্কোয়াড
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইস সোধি, টিম সাউদি ও আইজাজ প্যাটেল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132666 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:37:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group