• হোম > জাতীয় | বিশেষ নিউজ > কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৭
  • ৪০৯

ছবি : সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আশাকরি বিএনপির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে। কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না। নির্বাচন হয়েই যায়। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির কথিত চেয়ারম্যান সরকার পতনের নতুন ঘোষণা ফাঁকা আওয়াজ। জনগণ এতে কান দেয় না। এদেশে মানুষ সন্ত্রাস চায় না। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তারা প্রস্তুত।

মন্ত্রী আরও বলেন, কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। প্রতিযোগিতামূলক নির্বাচন সবাই আশা করছে। তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ হচ্ছে না বলেই তারা বিএনপি ছেড়ে নির্বাচনে আসছে।

মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির যতো নেতা জেলে আছে সবাই সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে জেলে নেয়া হয়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132691 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 02:42:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group