• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে সন্ত্রাসী কাজল অস্ত্র সহ আটক

যশোরে সন্ত্রাসী কাজল অস্ত্র সহ আটক

  • বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৩০
  • ৬০৫

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী কাজলকে অস্ত্র সহ আটক করেছে । মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন কসবা কাজীপাড়ার একটি মোটর গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। আটক কাজল যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির মৃত আব্দুল খালেকের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, তার কাছে খবর আসে ওই এলাকায় একজন অস্ত্র নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ডিবিকে দেখে কাজল পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে চার রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মাইদুল আরও জানান, কাজলের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অপহরণ সহ নানা অপরাধে অসংখ্য মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে কাজল জানায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তিনি ওই পিস্তল-গুলি নিজের কাছে রেখেছিলেন। এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132727 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 10:47:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group