• হোম > ঢাকা | বাংলাদেশ > গাজীপুরে বাসে আগুন

গাজীপুরে বাসে আগুন

  • বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৩
  • ৪৭৫

ছবি : সংগৃহীত।

অষ্টম দফায় বিএনপির অবরোধ শুরুতে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে এ আগুন দেওয়া হয়। বুধবার সকাল ছয় টার দিকের মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, অবরোধকারীরা বাসে আগুন দিয়েছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও আভ্যন্তরীণ রুটের বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার সকালে। এরপর এদিন সকাল থেকেই সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও রয়েছে দলটির।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132733 ,   Print Date & Time: Thursday, 8 January 2026, 09:08:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group