• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আলু আমদানি

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আলু আমদানি

  • বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৭
  • ৩১৪

---

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

দফায় দফায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল এবং অবরোধের মাঝেও দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বেড়েছে।

আমদানির শুরু প্রথমদিকে প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। তবে,এখন তা বেড়ে প্রতিদিন ২০ থেকে ৫০ ট্রাক আমদানি হচ্ছে। আমদানিকারকেরা বলছেন,দেশে ভারতীয় আলুর চাহিদা থাকায় আমরা বেশি করে আলু আমদানি করছি। আলুর বাজার যেন স্বাভাবিক থাকে।

আলু আমদানিকারকরা জানান,সরকার আমদানির অনুমতি দেওয়ার পর প্রথমদিকে ভারতীয় আলুর চাহিদা ছিলো বেশি। তবে, শুরুর দিকে আমদানি কম ছিল। এখন চাহিদা বাড়ায় আমদানি বেড়েছে। আগে যেখানে ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। বর্তমান প্রতিদিন গড়ে ২০ থেকে ৫০ ট্রাক আলু আমদানি হচ্ছে।

হিলি বন্দর অভ্যন্তরে প্রতিকেজি ভারতীয় আলু প্রকারভেদে পাইকারি ২৬ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বন্দর থেকে আলু কিনে বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সরকার অনুমতি দেওয়ার পর থেকে বন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহ শনিবার (২৫ নভেম্বর) থেকে গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত বন্দর দিয়ে ১৮৮ ভারতীয় ট্রাকে ৪ হাজার ৯৩৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132735 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 10:17:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group