• হোম > জাতীয় | বিশেষ নিউজ > উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন সজীব ওয়াজেদ জয়

উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন সজীব ওয়াজেদ জয়

  • বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৬:২৪
  • ৩৫৮

ফাইল ছবি।

পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ। তার এই নিয়োগ ছিলো অবৈতনিক ও খণ্ডকালীন।

রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছিলেন।

এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র জয়।

তথ্যপ্রযুক্তি পেশাদার হিসেবে পরিচিত সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর করেছেন। আর কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র ও ভারতে।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার কথা বিভিন্ন সময় উল্লেখ করেছেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জয়।

বুধবার দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার পর তার আদেশে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ভোটের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন টেকনোক্র্যাট এই তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা।

এরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আর পদত্যাগ করা প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলে- অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132747 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:25:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group