• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন আশা মনি ও সিরাজুল

রাণীশংকৈলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন আশা মনি ও সিরাজুল

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৩৩
  • ৩৩৯

স্বতন্ত্র প্রার্থী  আশা মনি ও সিরাজুল

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ - রাণীশংকৈল)আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোছা: আশা মনি ও মো. সিরাজুল ইসলাম(সাবেক ইউপি সদস্য) মনোনয়ন ফরম ক্রয় করেছেন। গত মঙ্গলবার ২১ নভেম্বর মোছা: আশা মনি এবং বুধবার ২৯ নভেম্বর সিরাজুল ইসলাম রাণীশংকৈল নির্বাচন অফিসার নুর ই আলমের কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান তাদের দুজনের মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে আশা মনি রাণীশংকৈল উপজেলায় নেকমরদ গন্ডগ্রামের আনারুল হকের মেয়ে এবং সিরাজুল ইসলাম হোসেনগাঁও রাউতনগর গ্রামের মো.হোসেন আলীর ছেলে।

এ ব্যপারে মুঠোফোনে আশা মনির সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন কিনা এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এত খরচ করে ফরম তুলেছি নির্বাচন অবশ্যই করবো, এবং জনগণের কাছ থেকে ব্যপক সাড়া পাচ্ছি। একইভাবে সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামীকাল মনোনয়ন ফরম জমা করবো নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে পীরগঞ্জ ও রাণীশংকৈলবাসী অবশ্যই আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132755 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:43:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group