• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > শান্ত’র সেঞ্চুরিতে, টাইগারদের ‍দুশো রানের লিড

শান্ত’র সেঞ্চুরিতে, টাইগারদের ‍দুশো রানের লিড

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৫৮
  • ৩৮৯

ছবি : সংগৃহীত।

১৯২ বলে একশ রান পূর্ণ করেন শান্ত। পরের বলে একটি চার মারেন তিনি। তৃতীয় দিন শেষে ১০৪ রানে অপরাজিত এ ব্যাটার। ২৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা তার পঞ্চম সেঞ্চুরি। মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৪৩ রানে।

রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেছিল বাংলাদেশ। তিন রান ব্যবধানে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে চাপে পড়ে শান্ত বাহিনী। এরপর হাল ধরেন শান্ত ও মুমিনুল হক। এই দুজনের গড়া ৮৫ রানের জুটিতে বাংলাদেশের লিড ছাড়ায় একশ। ভুল বোঝাবুঝিতে মুমিনুল আউট হন দলীয় ১১৬ রানে। ৬৮ বলের ইনিংসে হাফসেঞ্চুরি থেকে ১০ রান দূরে ছিলেন তিনি। মাহমুদুল হাসান জয় ৮ ও জাকির হাসান করেন ১৭ রান।

এর আগে টিম সাউদি ও কাইল জেমিসনের ব্যাটে তৃতীয় দিনের শুরুতে লিড পেয়েছিল নিউজিল্যান্ড। তবে লিডটা বেশি বড় করতে দেননি বাংলাদেশের পার্ট টাইম বোলার মুমিনুল হক। এক ওভারেই তিনি ফেরান জেমিসন ও সাউদিকে। এতে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132785 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 10:37:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group