• হোম > বিনোদন | বিশেষ নিউজ > বগুড়া-৪ আসনে ডাব মার্কা নিয়ে নির্বাচন করবেন হিরো আলম

বগুড়া-৪ আসনে ডাব মার্কা নিয়ে নির্বাচন করবেন হিরো আলম

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৭:০৫
  • ১৪৪৯

ছবি : সংগৃহীত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার দুপুরের পর আঞ্চলিক নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এর আগে, বুধবার বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিরো আলম। আশারাফুল হোসেন আলমের পক্ষে তার সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র জমাদানের পরে হিরো আলম বলেন, ‘চেষ্টা ছিল আরও দুইটি আসন থেকে নির্বাচন করার। কিন্তু দুবাই সফরের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আজ সকালে সেখান থেকে ফিরেই বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম সম্পূর্ণ করি।’

হিরো আলম আরও বলেন, ‘এবার আমার দলের মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই।’

এদিকে, গেল জুলাই মাসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের পর শঙ্কা তৈরি হয়েছিল আর নির্বাচন করবেন কিনা হিরো আলম। ওই উপ-নির্বাচনের ভোটের দিন হামলার শিকার হওয়ার পর আলম ঘোষণা দিয়েছিলেন- এই সরকারের অধীনে আর নির্বাচন করবেন না। তবে অবশেষে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হিরো আলম।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, ‘হিরো আলম বেশ কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছেন। তাছাড়া ভোটের মাঠেও তিনি অনেক জনপ্রিয়। সবকিছু চিন্তা-ভাবনা করেই বগুড়া-৪ আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132787 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 06:46:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group