• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগরে আদিবাসীদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পরামর্শ সভা

শ্যামনগরে আদিবাসীদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পরামর্শ সভা

  • শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১০:২০
  • ৪৮৭

শ্যামনগরে আদিবাসীদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :

বৃহস্পতিবার(৩০ নভেম্বর ) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এবং সাতক্ষীরা অঞ্চলের আদিবাসী জাতিসমুহের সামাগ্রিক পরিস্থিতি নিয়ে কাপেং ফাউন্ডেশন ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামসের যৌথ আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ টাইগার পয়েন্ট কনফারেন্স রুমে আঞ্চলিক পর্যায়ে পরামর্শ সভার আয়োজন করা হয়।

আঞ্চলিক পরামর্শ সভায় সাতক্ষীরা জেলায় বসবাসরত আদিবাসীদের জীবন-জীবিকা, সমস্যাবলী এবং জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা আলোচনায় বলেন আদিবাসীদের শিক্ষার হার কম, নিজস্ব সংস্কৃতি চর্চা কম বা হারিয়ে যাচ্ছে, আদিবাসীরা ভূমিহীন হচ্ছে, লিডারশীপ তৈরী হচ্ছে না, স্বাস্থ্য গত সমস্যা, বসবাসরত এলাকায় সুপেয় পানির অভাব, বাল্য বিবাহ, নারী পুরুষ মজুরী বৈষম্য সহ অন্যান্য বিষয়ে। পরামর্শ হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকৃত প্রার্থীবৃন্দের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে তথ্য সংযুক্ত করার বিষয়ে সভা করা সহ অন্যান্য বিষয়ে মত প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপেং ফাউন্ডেশনের ডকুমেন্টেশন অফিসার সাবর্ণী দেওয়ান । সাতক্ষীরা অঞ্চলের আদিবাসীদের তথ্য উপস্থাপন করেন সামসের নির্বাহী পরিচালক মি: কৃষ্ণপদ মুন্ডা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ এর আলোকে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশন, ঢাকার প্রোগ্রাম ম্যানেজার মি. উজ্জ্বল আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঈশ^রীপুর যিশু নাম আশ্রমের পরিচালক ফা: লুইজী পাজ্জী, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, শিক্ষক রনজিৎ বর্মন, কারিতাস, রমজাননগর ইউপি সদস্য মোঃ আজগর আলী বুলু, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বেল্লাল হোসেন, শ্যামনগরের কর্মকর্তা এনড্রিকো মন্ডল, সামসের সহ-সভাপতি নিলিমা মুন্ডা, তারাপদ মুন্ডা, প্রমিলা মুন্ডা, রুমা মুন্ডা, অসিত মুন্ডা, হরিপদ মুন্ডা, প্রশান্ত মুন্ডা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন সামসের সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132819 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:24:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group