• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে অসহায় বৃদ্ধার ছাগল চুরি, ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর পুলিশের হাতে গ্রেফতার

নড়াইলে অসহায় বৃদ্ধার ছাগল চুরি, ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর পুলিশের হাতে গ্রেফতার

  • শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১০:২৫
  • ৩০০

ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর পুলিশের হাতে গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে চোরাই ছাগল সহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামে একজন অসহায় বৃদ্ধ মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। বৃদ্ধ মহিলা সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। নড়াইল সদর থানায় এ বিষয়ে একটি চুরি মামলা রুজু করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এসআই মোঃ শাহ্ আলমকে মামলাটি হস্তান্তর করেন।

এসআই শাহ আলম ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশি বাজারে লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ মোঃ ইমরান বিশ্বাস (২৩) নামে একজন চোরকে আটক করেন।

গ্রেফতারকৃত মোঃ ইমরান বিশ্বাস নড়াইল সদর থানাধীন সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান, উজ্জ্বল রায়কে বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132821 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 04:53:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group