• হোম > বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > ইবিতে ‘শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ : বিজয়ী দল পেলেন ট্রফি হিসেবে আস্ত খাসি

ইবিতে ‘শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ : বিজয়ী দল পেলেন ট্রফি হিসেবে আস্ত খাসি

  • শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১২:১৩
  • ৫৭২

---

সাদিয়া আফরিন অমিন্তা, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ৩২ দলের সমন্বয়ে ‘শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র আয়োজন করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬.০০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল সংলগ্ন কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ‘টিম সিএসই বনাম টিম ব্লক ব্লাস্টার্স’ এর খেলার মধ্য দিয়ে ট্যুর্নামেন্ট এর গোড়াপত্তন হয়।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে টিম সিন্ডিকেটকে ৪ রানে হারিয়ে বিজয়ী হন টিম আলিফ। টুর্নামেন্টে বিজয়ী দলকে একটি খাসি এবং রানার্সআপ দলকে দুইটি রাজহাঁস দেওয়া হয়।

অন্যান্য দলগুলো হলেন অনিক বনাম বাংলা, তাওহীদ বনাম এমজিটি, টিএইচএম বনাম এনএফটি, এসএইচ বনাম মাসুদ, সাজ্জাদ বনাম ক্ষণিকালয়, এরাবিক বনাম সিরাজ, বাধন বনাম এই-ফাইভ-৮, জম্মু বনাম অতিথিলয়, পালবিক এড. বনাম আইসিটি, আলামিন বনাম ল, মোম্মা বনাম আনপ্রেডিক্টেবল, সাদ্দাম ৩য় বনাম বঙ্গবন্ধু হল, বিএমএ বনাম শুভন, পিইএসএস বনাম মাসুদ ও সাদ্দাম-২১-২২ বনাম হাজী বিরানি।

এ বিষয়ে টুর্নামেন্টের আহ্বায়ক শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী বলেন,’খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখেই এই আয়োজন। করোনা প্যান্ডেমিক এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের  একঘেয়েমি কাটানোর ক্ষুদ্র প্রচেষ্টায় বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় সাদ্দাম হোসেন হল শাখার আজকের এই নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট।’

খেলা চলাকালীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। শিক্ষার্থীরা জানায় এরকম আয়োজন তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে, পরবর্তী-তে এরকম অসখ্য আয়োজনের স্বাক্ষী হতে চায় তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132834 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:12:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group