• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে ফেনসিডিলসহ সুপারভাইজার গ্রেপ্তার

রাণীশংকৈলে ফেনসিডিলসহ সুপারভাইজার গ্রেপ্তার

  • শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১২:৫২
  • ৪৩৫

---

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বংশাই নৈশ্য কোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার নেকমরদ কোচ স্টেন্ড থেকে থানার এস আই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। ওই নৈশ্য কোচের সুপারভাইজার খোরশেদ আলম পৌর শহরের শিবদিঘি এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগ ভর্তি ফেনসিডিল নৈশ্য কোচের ব্যাগ রাখা লোকারে রাখার সময় হাতেনাতে সুপারভাইজারকে আটক করে পুলিশ।

এস আই এরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্য কোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132838 ,   Print Date & Time: Saturday, 18 October 2025, 07:06:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group