• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > বড়াইগ্রামে মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু

বড়াইগ্রামে মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু

  • শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯
  • ৪২৭

ছবি : সংগৃহীত।
নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ৮বছর বয়সী জুবাইয়রা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর এলাকায় ডা. আনছারুল হকের বাড়ির পেছনের পুকুরের পানিতে ডুবে মারা যায় সে। জুবাইয়রা তার মায়ের সাথে মামা ডা. আনছারুলের বাড়িতে বেড়াতে এসেছিলো।

বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্তাধিকারী ডা. আনছারুল হক জানান, নিহত জুবাইয়রা তার আপন বোন ফাহমিদা রুবির মেয়ে। তাদের বাড়ি ঢাকার মিরপুর পল্লবীতে। তার পিতার নাম সোহেল রানা। সে মৃদু শারিরীক ও বুদ্ধি প্রতিবন্ধি ছিলো। শনিবার সকালে সে গৃহকর্মীর সাথে বাড়ির পেছনে পুকুর পাড়ে যায়। সেখানে তাকে বসিয়ে রেখে ঘরে ফিরে আসে গৃহকর্মী এবং এর কিছুক্ষণ পর ফিরে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্বজনেরা। দুপুরে জুবাইয়রা মৃতদেহ ঢাকার পল্লবীতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132855 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:35:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group