• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পশ্চিম সুন্দরবনে রান্না করা হরিণের মাংস উদ্ধার

পশ্চিম সুন্দরবনে রান্না করা হরিণের মাংস উদ্ধার

  • রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮
  • ৪২৫

পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে  উদ্ধারকৃত হরিণের মাংস।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাঁড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ইনচার্জ সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এসময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ সহ হরিণের নাড়ি ভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।

তবে বন বিভাগের উপস্থিতি আগাম বুঝতে পেরে দলবল নিয়ে মাহমুদুল হাসান দ্রুত পালিয়ে যান। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারীর দল হরিণের মাংস রান্না করে খাওয়ার প্রস্ততি নিচ্ছেন এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংস সহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132866 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:34:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group