• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > টাঙ্গাইলে বিপুল পরিমান ট্রাক ভর্তি গজারি কাঠ জব্দ

টাঙ্গাইলে বিপুল পরিমান ট্রাক ভর্তি গজারি কাঠ জব্দ

  • রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৯
  • ৩৬৮

ট্রাক ভর্তি গজারি কাঠ জব্দ।

জুবায়ের আহমেদ, টাঙ্গাইল, প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকায় ১১২টি গজারী বল্লী ভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে। শনিবার ২ডিসেম্বর সকালে টাঙ্গাইল বন বিভাগের অভিযানে এই অবৈধ গজারী বল্লী আটক করা হয়। জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের দিক নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মো: আবু সালেহ এর নেতৃত্বে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা ও সদর রেঞ্জ কর্মকর্তার অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে গজারী বল্লী ভর্তি গাড়িটিকে সিগন্যাল দিলে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে ড্রাইভার ও হেল্পার দ্রুত গাড়িটি রেখে পালিয়ে যায়। এ সময় ১১২টি গজারী বল্লী ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৪৮৮২) আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী সসহকারী বন রক্ষক আবু সালেহ জানান, কিছু দুষ্কৃতী লোক বন আইন অমান্য করে রাতের আঁধারে অবৈধ ভাবে মূল্যবান গজারী গাছ পাচার করে থাকে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা গজারী বল্লী সহ তিনটি গাড়ি জব্দ করেছি, যা বন বিভাগের হেফাজতে আটক আছে। ভবিষ্যতে গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132875 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:22:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group