• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > কক্সবাজার সৈকতে ভেসে এলো নারী-পুরুষের মরদেহ

কক্সবাজার সৈকতে ভেসে এলো নারী-পুরুষের মরদেহ

  • রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭
  • ৪৩৭

ফাইল ছবি।

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাগরে এক নারী ও এক পুরুষকে ভাসতে দেখে লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করে তীরে নিয়ে আসেন। সেখান থেকে বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের ব্যাপারে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। যদি পর্যটক হয়ে থাকে তাহলে তারা কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করছি। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132889 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 01:32:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group