• হোম > নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

  • রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪
  • ৪৮৪

ছবি : সংগৃহীত।

বগুড়া-৪ আসনে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, প্রতিবারই আমার মনোনয়নপত্র বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ কংগ্রেস জোট থেকে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সময় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে আপিল করে প্রার্থীতা ফিরে পান তিনি। এর আগে, বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132895 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:16:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group