• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > জামালপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে চোর নিহত

জামালপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে চোর নিহত

  • সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১২:১১
  • ১১৮১

---

রোমান আহমেদ, জামালপুর, প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহে গরু-মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে হাবিবুর রহমান হবি (৪৫) নামে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই চোর গুরুতর আহতাবস্থায় জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে উপজেলার মেঘারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত চোর হাবিবুর রহমান হবি বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আব্দুল হকের ছেলে।
আহতরা হলেন, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাসির আহমেদ (২৮), শ্রীবরদী বালিয়াচন্টী এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সকালে ইসলামপুরের মলমগঞ্জ শশারিয়া বাড়ি এলাকার বাবুল মিয়ার দুইটি মহিষ চুরি করে ও মেলান্দহ থেকে ২টি মহিষ ও মেলান্দহ পাঁচুরপাড়া এলাকার আব্দুল্লাহর ৪টি গরু চুরি করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। মেঘার বাড়ি এলাকায় আসলে ট্রাকটি উল্টে যায়। স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। এসময় একজন চোর মারা যায় ও দুইজনকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, অদ্য ভোর ৪টা ৩০মিনিটের দিকে খবর পাই মেঘার বাড়ি এলাকায় ট্রাক যোগে গরু চুরি করে নিয়ে পালানোর সময় একজন চোর নিহত ও দুইজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে আহত এবং নিহত চোরকে হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132930 ,   Print Date & Time: Friday, 12 December 2025, 08:09:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group