• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি নিহত

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫
  • ৪৩৯

ছবি : সংগৃহীত।

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার ভোর চারটার দিকে জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

সোমবার রাত ৯টার দিকে হরিপুর কাঠালডাঙ্গী বিওপি’ৎর কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জানান, নিহত একজনের নাম জহিরুল ইসলাম (২৫)। তিনি হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে আরেকজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়াহিদ। তিনি জানান, অপর নিহতের নাম মকলেছ (২৮)। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই।

কাঠালডাঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনও বিএসএফের কাছে আছে।

তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132977 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 07:35:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group