• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ‘থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত’

‘থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত’

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১৮
  • ৪৫৪

---

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

‘থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর হতে শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে সম্মিলিত হয়।

আনন্দশোভাযাত্রা ছাড়াও কেক কাটা এবং পথশিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক নয়ন, সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক আকতারুল আলম সুমনসহ সংগঠনটির সাধারণ সদস্যবৃন্দ। এসময় প্রায় অর্ধশত পথশিশুর উপস্থিততে কেক কাটা হয় এবং শিশুদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক বলেন, “আমরা চাই এই পথশিশুদের সাথে যেনো একসাথে কাজ করতে পারি এবং সবসময় তাদের হাস্যোজ্জ্বল রাখতে পারি।”

উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে সিআরসি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে এই সংগঠনটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132988 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 02:25:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group