• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > নাসুমের প্রসঙ্গ উঠতেই হাথুরুসিংহে রেগে আগুন

নাসুমের প্রসঙ্গ উঠতেই হাথুরুসিংহে রেগে আগুন

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩
  • ১০৯৩

ছবি : সংগৃহীত।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি গড়াবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। যেখানে সিরিজ জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করছে টাইগার ক্রিকেটাররা।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় নাসুমকে চড় মারার অভিযোগ নিয়ে হাথুরুর দিকে ছুঁড়ে দেয় এক সাংবাদিক। তবে বিষয়টি খুব ভালোভাবে নেননি এ শ্রীলংকান কোচ।

স্পর্শকাতর বিষয়ে তেলে-বেগুনে জ্বলে ওঠা টাইগার কোচ বলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এরকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই।’

সত্য বা মিথ্যা যা-ই হোক, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ হাথুরুসিংহের বিরুদ্ধে। তা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। অভিযোগ ওঠার পর এ বিষয়ে তার কোনো বক্তব্যও এতদিন পাওয়া যায়নি।

আজ সকালে হাথুরুসিংহের কাছে জিজ্ঞাসা ছিল, ‘আপনি কি সত্যিই নাসুমকে চড় মেরেছিলেন?’ জবাবে ক্ষোভে ফুঁসে ওঠা হাথুরুর প্রথম জবাব ছিল, ‘আর ইউ ম্যাড?’ এরপরই কথার ফাঁকে ফাঁকে টানা চলতে থাকে খিস্তি-খেউরও।

সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলবো যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’

যদিও বিষয়টি নিয়ে এখন কথা বাড়াতে খুব আগ্রহী হলেন না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, ‘যেহেতু একটি কমিটি (বিশ্বকাপ ব্যর্থতার) তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ওরকম কিছু (চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132998 ,   Print Date & Time: Tuesday, 2 December 2025, 10:54:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group