• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁওয়ে আদিবাসী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

  • বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬
  • ৩৪৮

---

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২০ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৪০ জনের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এদিন দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এইসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও শাহরিয়ার নজির,সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ইউএনও শাহরিয়ার নজির জানান, প্রধানমন্ত্রীর দপ্তরের বরাদ্দ থেকে ২০ জনকে বাইসাইকেল এবং ৪০ জনকে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, পানির পটসহ শিক্ষা সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়েছে। বাইসাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে উপকারভোগী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133017 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 01:21:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group