• হোম > ঢাকা | বিশেষ নিউজ > ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : ডিএমপি

১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : ডিএমপি

  • বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৮
  • ৩২৯

---

আগামী ১০ ডিসেম্বর বিএনপি মানববন্ধন কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছে। তবে এই কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘গত ১৫ নভেম্বর তফশিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়।’
ড. খ. মহিদ উদ্দিন আরও বলেন, ‘নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাবো। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133023 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:10:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group