• হোম > বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > ইবির নতুন সিন্ডিকেট সদস্য ড. জাহাঙ্গীর

ইবির নতুন সিন্ডিকেট সদস্য ড. জাহাঙ্গীর

  • বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ২২:০৮
  • ৪৪৮

---
ইবি প্রতিনিধি:

মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন কর্তৃক আগামী দুই বছরের জন্য নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন- ২০১০) এর ১৯ (১) (চ) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছেন।

এছাড়াও ১৯ (১) (ঙ) ধারা অনুযায়ী- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার এবং ১৯ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমানকে মনোনীত করা হয়েছেন।

এবিষয়ে নতুন সিন্ডিকেট সদস্য ও ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন সেজন্য কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133060 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 11:17:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group