• হোম > জাতীয় | বিশেষ নিউজ > আসছে শৈত্যপ্রবাহ, কমবে তাপমাত্রা

আসছে শৈত্যপ্রবাহ, কমবে তাপমাত্রা

  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮
  • ৬৭৬

ফাইল ছবি।

শীত অনুভূত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।

এদিকে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেও শুক্রবার (৮ ডিসেম্বর) দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতবছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না।
আবহাওয়া অধিদফতর বলছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে। মেঘ কেটে গেলে দু’একদিনের মধ্যেই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ৩ ডিগ্রি। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ডিসেম্বরের মাঝামাঝি দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133096 ,   Print Date & Time: Friday, 31 October 2025, 11:02:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group