• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে বিজয়ের ৫২ বছর উপলক্ষে বিজয় শোভাযাত্রা

যশোরে বিজয়ের ৫২ বছর উপলক্ষে বিজয় শোভাযাত্রা

  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯
  • ৪৬৮

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরে বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট বিজয় শোভাযাত্রা করেছে। শুক্রবার বিকেলে টাউন হল ময়দান থেকে মোটরসাইকেলে এ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের দড়াটানা, মনিহার, মুড়লী, পালবাড়ী ও চাঁচড়ামোড় হয়ে পূণরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সাংবাদিক সাজেদ রহমান বকুল, হারুন অর রশিদ, ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, উদযাপন কমিটির আহবায়ক হাবিবা শেফা, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133102 ,   Print Date & Time: Monday, 1 December 2025, 08:11:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group