• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বিয়ে না দেওয়ায় প্রেমিকার বাড়িতে যুবকের বিষপান

বিয়ে না দেওয়ায় প্রেমিকার বাড়িতে যুবকের বিষপান

  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭
  • ৩৬৭

প্রেমিক দুলু।

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট হাতীবান্ধায় বিয়ের দাবিতে অনশনে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে দুলু (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলা সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় প্রেমিকার বাড়িতে অনশন শেষে বিষপান করেন তিনি। মৃত দুলু সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের আব্দুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিক দুলুর। তাদের প্রেমের বিষয়টি স্থানীয়রাসহ দুই পরিবারের মাঝে জানাজানি হয়। এ সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। তাই প্রেমিকাকে গোপন করে রাখে তার পরিবার।
এদিকে, শুক্রবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন দুলু। অনশনে প্রেমিক দুলু ঘোষণা দেন বিয়ে না দিলে বিষপানে আত্মহত্যা করবেন। কিন্তু অনশনে তার দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে আর দুঃখে প্রকাশ্যে বিষপান করেন তিনি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে প্রেমিকার পরিবার এটা সাজানো নাটক ভেবে তাকে হাসপাতালে নিতে বিলম্ব করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলুর মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133114 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:15:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group