• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > টাঙ্গাইলে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

টাঙ্গাইলে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৫
  • ৫৭৮

---

জুবায়ের আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :

“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ-সম্মান দুই-ই মিলে” এই স্লোগানটা দিয়ে টাঙ্গাইলে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার কাগমারী এমএম আলী কলেজের পশ্চিম পাশে এ স্কিল সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। ১ বিঘা জায়গার উপর নির্মিত হয়েছে এ স্কিল সেন্টারটি।

শুক্রবার বিকেলে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু হয়।

এ বিষয়ে পরিচালক রাসেল মাহমুদ বলেন, যারা সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কাজের সন্ধানে যান, তারা অনেকেই ঢাকা গিয়ে স্কিল করে থাকেন। যারা স্কিল করে বিদেশে যেতে চান তারা টাঙ্গাইল সিঙ্গাপুর স্কিল সেন্টার থেকে অনেক সাশ্রয়ীভাবে তাদের স্কিল সম্পন্ন করতে পারবেন।

তিনি আরও বলেন, অনেকে বাড়ী থেকে এসে ক্লাশ করতে পারবেন, ফলে বাসা ভাড়া, খাবার বিল ইত্যাদি থেকে মুক্ত থাকবেন। এখান থেকে যারা পাশ করবেন তাদের ঢাকায় নিয়ে ডেলিগেটের মাধ্যমে বিদেশে চাকুরীর সু-ব্যবস্থা করা হবে।

এসময় পরিচালক পরিষদের ইলিয়াস, মোঃ আব্দুর রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133122 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 07:15:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group