• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১
  • ৪৩২

পদ্মা সেতুতে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস। ছবি : সংগৃহীত।

মু্ন্সীগঞ্জ প্রতিনিধি :

পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বাসের এক হেলপার ও এক যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আজ বিকেল ৪টার দিকে গোল্ডেন লাইন ও মেঘনা ট্রাভেলস লিমিটেড দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133127 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 06:11:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group