• হোম > নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি শুরু আজ

মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি শুরু আজ

  • রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮
  • ৪০৭

ফাইল ছবি।

রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এবং বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য করা আপিলের শুনানি। গতকাল শনিবার শেষ দিন পর্যন্ত ৫৬২টি আপিল জমা পড়েছে ইসিতে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানির মাধ্যমে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

জানা গেছে, সকাল ১০টা থেকে আবেদনের ক্রমিক অনুযায়ী শুনানি শুরু করবে সিইসিসহ চার কমিশনার। প্রতিদিন ১০০টি আপিল শুনানির লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।

শুনানির পর চূড়ান্ত ফলাফল ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন তারা বাদেও বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চাওয়া সম্পর্কিত আবেদন জমা পড়েছে ৩২টি। বাকি ৫৩০টি আপিলে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন সংশ্লিষ্টরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133131 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 02:39:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group