• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > আইপিএল শুরু হবে কবে?

আইপিএল শুরু হবে কবে?

  • রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৬
  • ৫১৪

ছবি : সংগৃহীত।

আইপিএল শুরুর দিন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড সচিব জয় শাহ ২০২৪ সালের আইপিএল শুরু দিন ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হবে মহিলাদের আইপিএল।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে রয়েছে আইপিএলের নিলাম। তার আগেই জানা গেল আগামী আইপিএল শুরুর দিন। শনিবার মহিলাদের আইপিএলের নিলাম পর্বের পর বোর্ড সচিব বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতিযোগিতার দিন জানিয়েছেন। যদিও জয় নির্দিষ্ট ভাবে প্রতিযোগিতা শুরুর তারিখ জানাননি। বিসিসিআই সচিব জানিয়েছেন, মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা চলবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চের শেষ সপ্তাহে প্রতিযোগিতা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়।

১৯ ডিসেম্বরের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। এ বারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা।

জয় জানিয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের আইপিএল শুরুর সম্ভাব্য দিন। আগামী ২ অথবা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের দ্বিতীয় আইপিএল। এ বার একটি রাজ্যেই হবে প্রতিযোগিতা। বিশেষ কিছু সমস্যার জন্য একাধিক রাজ্যে প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড সচিব। যদিও আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, এ বার একাধিক শহরে হবে মহিলাদের আইপিএলের ম্যাচগুলি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133150 ,   Print Date & Time: Friday, 24 October 2025, 08:01:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group