• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়ীতে বেয়াইন

বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়ীতে বেয়াইন

  • রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬
  • ৭৩৫

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে অবস্থান করছে এক নারী। তবে তাকে মারপিট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বেয়াই ও তার লোকজন।

৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে।

জানা যায়, দেড় বছর আগে খুকশিয়া গ্রামের ছয়ফল মিয়া তার মেয়েকে বিয়ে দেন একই গ্রামে। বিয়ের কিছুদিন পর ছয়ফল তার বেয়াইনের (মেয়ের শাশুড়ি) সঙ্গে অবৈধ স¤র্পক গড়ে তোলে। একপর্যায়ে গত মঙ্গলবার ছয়ফল তার বেয়াইনকে বাড়িতে ডেকে আনে। এতে ছয়ফলের স্ত্রীর সন্দেহ হলে প্রতিবেশীদের এ ঘটনা জানালে তারা এসে ঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ ঘটনা জানাজানি হলে স্বামী স্ত্রীকে বাড়িতে উঠতে না দেওয়ায় গত শনিবার বিয়ের দাবিতে ছয়ফলের বাড়িতে অবস্থান করে ওই নারী। এতে ছয়ফল ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে বিকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133164 ,   Print Date & Time: Tuesday, 13 January 2026, 02:07:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group