• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেড়ে ১৮ হাজার

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেড়ে ১৮ হাজার

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩
  • ৫৬৯

ছবি : সংগৃহীত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজারে দাঁড়াল। আহত হয়েছে ৪৯ হাজার ৫০০জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মুখপাত্র আশরাফ আল-কাদরা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫০ জনের বেশি।

স্থল অভিযানের পাশাপাশি গাজায় অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান বন্ধ হবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133176 ,   Print Date & Time: Friday, 9 January 2026, 05:25:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group